আমাদের ভারত, ব্যারাকপুর, ২১ ডিসেম্বর: নৈহাটির ঐতিহ্যবাহী ‘বড়মা’ আজ রাজ্যের গন্ডি পেরিয়ে দেশ-বিদেশেও পূজিত। প্রতিদিনই হাজার হাজার মানুষের বিশ্বাস ভরসায় পূজিত হন বড়মা। তবে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে দেশ বিদেশের বহু মানুষ পুজো দিয়ে থাকেন বড় মাকে। এবার সেই অনলাইনে পুজো দেওয়াকে হাতিয়ার করেই অভিনব প্রতারণা করলো এক ব্যাক্তি। হুগলির রিষড়ার বাসিন্দা সুরজিৎ কুন্ডু বেশ কয়েক বছর ধরেই অনলাইনে বড়মার পুজো দেওয়াকে হাতিয়ার করেই লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে। গতকাল নৈহাটি থানার পুলিশ বড়কালী ট্রাস্টের সদস্যদের নিয়ে হানা দেয় রিষড়ায়। সেখান থেকেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আজ পুলিশ অভিযুক্তকে ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে।
মন্দির কমিটি তরফে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই দূর দূরান্তের ভক্তদের একাংশ কমিটির সদস্যদের জানাচ্ছিলেন “পূজা অনলাইন” নামক একটি ওয়েবসাইটের মাধ্যমে পুজো দেওয়ার নাম করে প্রতারণা চক্র চালানো হছে। এই পরিপ্রেক্ষিতেই মন্দির কমিটির তরফে নৈহাটি থানার পুলিশকে গোটা বিষয়টি জানালে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।