আমাদের ভারত, গলসি, ২৪ ডিসেম্বর: কুয়াশার জেরে জাতীয় সড়কে দুর্ঘটনার জেরে হল যানজট। সেই যানজটে আটকে পড়ে থাকা একটা মারুতি গাড়িকে সজোরে ধাক্কা দিল একটা ট্রেলার। প্রবল সংঘর্ষে দুটি গাড়িতেই আগুন ধরে যায়। দাউ দাউ করে জাতীয় সড়কের উপরেই জ্বলতে থাকে চারচাকা গাড়িটি।জ্বলতে থাকে ট্রেলারটি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গলসি থানার পুলিশ। পুলিশ গাড়ি থেকে গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করেছে। কিন্তু গাড়ির চালককে বাঁচানো যায়নি। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গলসি থানার গলিগ্রাম এলাকায়।
স্থানীয় সূত্রে জানাগেছে, মঙ্গলবার ভোরের দিকে গলসির গলিগ্রাম সংলগ্ন দু’নম্বর জাতীয় সড়কে দুটি ট্রাকের মধ্যে ধাক্কা লাগলে যানজটের সৃষ্টি হয়। যানজটে জাতীয় সড়কের উপর লম্বা গাড়ির লাইন পড়ে যায়। সেই লাইনে পিছনদিকে দাঁড়িয়েছিল বর্ধমান দুর্গাপুর একটি চারচাকা মারুতি গাড়ি। এদিকে ঘন কুয়াশার কারণে সামনের জিনিস কিছুই দেখা যাচ্ছিল না। সেই সময় বর্ধমান থেকে দুর্গাপুর গামী একটা ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে পিছনে দাঁড়িয়ে থাকা মারুতি গাড়িকে ধাক্কা মারে। ফলে মারুতি গাড়িতে আগুন ধরে যায়। খবর পেয়ে স্থানীয়রা দমকল ও পুলিশকে খবর দেয়। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িতে থাকা একজনকে উদ্ধার করা গেলেও ড্রাইভারকে বাঁচানো যায়নি। গলসি থানার পুলিশ জানিয়েছে, ঘন কুয়াশার জেরে রাস্তায় কিছুই দেখা যাচ্ছিল না তার জেরেই দুর্ঘটনাটি ঘটেছে।