আইনের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ কংগ্রেসের

আমাদের ভারত, রামপুরহাট, ২৪ ডিসেম্বর: সংশোধনী নাগরিকত্ব আইন এবং নাগরিক পঞ্জির প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখাল কংগ্রেস। সেই সঙ্গে রাজ্যপালকে চিঠি পাঠিয়ে সাতদিনের ধর্নামঞ্চ তুলে নিলেন কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদ। সংশোধনী নাগরিকত্ব আইন এবং নাগরিক পঞ্জির বিরোধিতা করে ১৮ডিসেম্বর রামপুরহাট মহকুমা শাসকের অফিসের সামনে ধর্নামঞ্চে বসেছিলেন কংগ্রেসের বিধায়ক মিল্টন রশিদ। সংবিধান বাঁচাও দাবি নিয়ে তিনি ধর্নামঞ্চে বসেছিলেন। মঙ্গলবার বিকেলে পাঁচমাথা মোড়ে প্রতীকী অবরোধ করে সেই ধর্নামঞ্চ ভাঙলেন তিনি। এরপর মহকুমা শাসককে স্মারকলিপি জমা দেন রাজ্যপালের উদ্দেশ্যে। সেখান থেকে বেরিয়ে এসে মহকুমা শাসকের মূল গেটে আইনের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয় দলের পক্ষ থেকে।

মিল্টনবাবু বলেন, “কালা আইন নিয়ে যখন চারি দিকে হিংসা চলছে তখনই আমি হিংসা পরিত্যাগের বার্তা দিতে সংবিধান বাঁচাও শ্লোগান তুলে ধর্নামঞ্চে বসার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি সাতদিন আগে যে সিদ্ধান্ত নিয়েছিলাম এখন অন্যান্য রাজনৈতিক দল আমার পথে হাঁটতে বাধ্য হচ্ছে। আমি মনে করি হিংসা নয়, শান্তির মাধ্যমেই দাবি আদায় করতে হবে। আমরা মহকুমা শাসক ও রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পাঠালাম। ওই স্মারকলিপিতে রাষ্ট্রপতির কাছে আইন বাতিলের সুপারিশ করা হয়েছে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *