পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ জুলাই: যাত্রী বোঝাই বাসের পিছনে লরির ধাক্কা। ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার অন্তর্গত ১৬ নম্বর জাতীয় সড়কের খাস বাজার এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন প্রায় দুপুর দুটো নাগাদ ডেবরা ট্যাবাগেড়িয়া থেকে একটি যাত্রীবাহী বাস প্যাসেঞ্জার নিয়ে পাঁশকুড়ার দিকে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিল। খাসবাজার এলাকায় একটি মালবোঝাই লরি হঠাৎই ওই যাত্রী বোঝাই বাসের পেছনে সজোরে ধাক্কা মারে। ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় বাস ও লরির বেশ কিছু অংশ।
বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়। পরবর্তীতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও ডেবরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় ওই বাসে থাকা গুরুতর আহত পাঁচ জন যাত্রীকে উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। এদিকে পুলিশ দুটি গাড়িকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।