আমাদের ভারত, ৪ জুন: বিদেশ সফর শেষে কলকাতা ফিরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার গভীর রাতে বিমানবন্দরে দাঁড়িয়েই তিনি জানান, বুধবার বিদেশমন্ত্রী এস জয়শংকরের ডাকা সর্বদল বৈঠকে থাকতে পারবেন না তিনি।
কারণ হিসেবে অভিষেক অবশ্য জানিয়েছেন, কালীগঞ্জের উপনির্বাচন ও একাধিক পূর্ব নির্ধারিত কর্মসূচি। ১৯ তারিখ কালীগঞ্জে উপনির্বাচন। সেই সংক্রান্ত বেশ কিছু বৈঠকও আছে। ইতিমধ্যেই তা চিঠি দিয়ে জানিয়েছেন বলে খবর।
প্রসঙ্গত, বিশ্বমঞ্চে ‘সন্ত্রাসী’ পাকিস্তানের মুখোশ খুলতে সম্প্রতি উপমহাদেশে ঘুরেছে সংসদীয় প্রতিনিধি দল। সেই দলে ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৫ দিন ধরে মোট পাঁচটি দেশে ঘোরেন তাঁরা। এই সফর নিয়ে প্রথম থেকেই অভিষেকের সাফ কথা ছিল, “আমি তৃণমূল কংগ্রেসকে প্রতিনিধিত্ব করছি। শাসক দলের সঙ্গে আমার মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু এখানে আমি ভারতের প্রতিনিধিত্ব করতে এসেছি। এখানে আমি আমার জাতীয় আগ্রহর চেয়ে রাজনৈতিক আগ্রহকে বেশি গুরুত্ব দিতে পারি না।”