আশিস মণ্ডল, রামপুরহাট, ১ অক্টোবর: এবার অভয়াকে শহিদের মর্যাদা দিল চিকিৎসক সম্প্রদায়। মঙ্গলবার অভয়ার ন্যায় বিচারের দাবিতে গণ সম্মেলনে এই মর্যাদা দেন চিকিৎসক সংগঠন। এদিন রামপুরহাট গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং রাজ্য জুনিয়ার ডাক্তার ফেডারেশনের ডাকা সম্মেলনে অভয়াকে শহিদের মর্যাদা দেওয়া হয়।
রামপুরহাট গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অ্যাকাডেমিক বিল্ডিং কনফারেন্স রুমে সম্মেলনের আয়োজন করা হয়। জুনিয়ার চিকিৎসকদের পাশাপাশি সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়ার চিকিৎসকরাও। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক গৌরাঙ্গ প্রামাণিক বলেন, “মৃত চিকিৎসক নিজের কর্মক্ষেত্রে ধর্ষণ ও খুন হয়েছেন। তাঁর মৃত্যু গোটা দেশ এমনকি বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। অভয়া আপোষকামি চরিত্রের কাছে মাথা নত করেননি। তাঁর মৃত্যু সমগ্র দেশ এবং জাতিকে প্রতিবাদী করে তুলেছে। তাই আমরা আমাদের বোনকে শহিদের মর্যাদা দিলাম। সরকারের মুখাপেক্ষী আমরা থাকতে চাই না। আমাদের চিকিৎসক সম্প্রদায় তাঁকে শহিদের মর্যাদা দিলাম”।
রামপুরহাট গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন শাহাবাজ শেখ বলেন, “অভয়ার ন্যায় বিচার সহ পাঁচ দফা দাবিতে আমাদের গণ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমরা চাই রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজে থ্রেট কালচার বন্ধ হোক। ঘুঘুর বাসা ভাঙা হোক। কলেজে স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক। এখানে কিছু সিনিয়ার চিকিৎসক আমাদের দিশা দেখাচ্ছেন। তাদের দেখানো পথে আন্দোলন চালিয়ে যাব”।