সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৬ এপ্রিল: যাত্রীবাহী বাসে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে বাস থেকে নামিয়ে মারধর ও জুতোপেটা করলো স্থানীয় বাসিন্দা ও বাসের যাত্রীরা। আজ সকালে বাঁকুড়ার রাইপুর ট্রাফিক মোড় এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে রাইপুর থানার পুলিশ গিয়ে আটক করে অভিযুক্ত যুবককে। যদিও যুবকটি অভিযোগ অস্বীকার করেছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, প্রতিদিনের মতোই বাঁকুড়া থেকে টাটাগামী একটি যাত্রীবাহী বাসে রাইপুরে টিউশন পড়তে যাচ্ছিল অষ্টম শ্রেণির এক ছাত্রী। বাসের মধ্যে এক যুবক নানা অছিলায় শ্লীলতাহানি করে বলে অভিযোগ ওই ছাত্রীর। রাইপুর ট্রাফিক মোড়ে ওই ছাত্রীকে কাঁদতে কাঁদতে বাস থেকে নামতে দেখে কাঁদার কারণ জানতে চান বাসের অন্য যাত্রীরা। তাদের কাছে ঘটনা খুলে বলে ওই ছাত্রী। ঘটনা শুনে ক্ষোভে ফেটে পড়েন বাস যাত্রীরা। এমনকি মেয়েটির কান্নায় বাসের সামনে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। বাসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। সকলে মিলে ওই যুবককে বাস থেকে নামিয়ে বেধড়ক মারধর করেন। এমনকি জুতোপেটাও করা হয়। যুবকটি বারবার অভিযোগ অস্বীকার করলেও তা কেউ শোনেননি। মারধর চলতেই থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রাইপুর থানার পুলিশ। আটক করা হয় অভিযুক্তকে।