পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ জানুয়ারি: সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ পশ্চিম মেদিনীপুরের ভাদুতলা সংলগ্ন বুড়িশোলের জঙ্গলে এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। ঘটনায় একাধিক মানুষের প্রাণহানীর আশঙ্কা করা হচ্ছে। একটি পিড়াকাটাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মেদিনীপুরগামী প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে আগুন লেগে যায় প্রাইভেট গাড়িটিতে। আর তাতেই কয়েক মিনিটের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় প্রাইভেট গাড়িটি। গাড়ির মধ্যে থাকা প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।
তবে, বাসের চালকের তৎপরতায় বাসের মধ্যে থাকা যাত্রীদের কম-বেশি চোট লাগলেও বড় আঘাত লাগেনি বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মারফত প্রাথমিকভাবে জানাগেছে। তবে চালক সহ ওই প্রাইভেট গাড়ির মধ্যে থাকা প্রত্যেক যাত্রীদের মৃত্যু হয়েছে বলে পুলিশ ও স্থানীয়দের অনুমান।