স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৪ ডিসেম্বর: গাঁজা খাওয়া এবং বিক্রির প্রতিবাদ করায় এলাকার মানুষকে দা দিয়ে কোপানোর অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। শান্তিপুর থানার চাঁদরা মাঝের পাড়ার ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদরা মাঝেরপাড়ার বাসিন্দা ডেভিড মন্ডলের অত্যাচারে অতিষ্ঠ মানুষ। অভিযোগ, ডেভিড পাড়ার মধ্যে গাঁজা খায় এবং বিক্রি করে। পাড়ার লোকেরা প্রতিবাদ করলে ডেভিড তাদের উপর দা দিয়ে হামলা করে। একাধিকবার ডেভিড প্রতিবেশীদের উপর দা দিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ। কিন্তু বহুবার আইনের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা হয়নি বলে জানান স্থানীয় মানুষজন। বাড়িতে বাইরে থেকে লোক নিয়ে এসে গাঁজা খায় ডেভিড। প্রতিবেশীরা প্রতিবাদ করলেই দা দিয়ে হামলা করে। হামলা করার পরই ডেভিড মুম্বাই চলে যায় বলে অভিযোগ স্থানীয়দের। এরপর ১-২ বছর মুম্বাইয়ে থাকার পর আবার ডেভিড চাঁদরায় ফিরে আসে ও একইভাবে গাঁজার ব্যবসা করতে থাকে।
স্থানীয় বাসিন্দা মেঘা মন্ডল জানান, আমি ডেভিডের বাড়ির সামনে দিয়ে যাতায়াত করি। ওরা গাঁজা বিক্রি করে। ডেভিড ইয়াং ছেলেদের নিয়ে গাঁজা খায়। প্রতিবাদ করলে টোন টিটকিরি করে। গতকাল প্রতিবাদ করেছি বলেই ওরা আমাকে মারধর করে আমার নাইটি ছুরি দিয়ে কেটে দেয়। এর আগেও ও আমার স্বামীকে দা দিয়ে কুপিয়েছিল। সেই ঘটনায় আমি কেস করি শান্তিপুর থানায়। কিন্তু পুলিশ এখনো কোনও ব্যবস্থা নেয়নি।
স্থানীয় বাসিন্দা রুপালী মন্ডল বলেন, কাল মারামারি হয়েছে। মেঘার হাতে কোপ মেরেছে ছুরি দিয়ে। বাচ্চাদের নিয়ে আমাদের ডেভিডের বাড়ির সামনে দিয়ে যেতে ভয় লাগে। আমরা চাই পুলিশ যেন ব্যবস্থা নেয়।
আরবান্দীর পঞ্চায়েত প্রধান দিপালী দেবনাথ বলেন, আমার কাছে ওর ব্যাপারে আগেও অভিযোগ এসেছে। পঞ্চায়েতে এখনো ডেভিডের নামে কোন লিখিত অভিযোগ জমা পড়েনি। যদি অভিযোগ আসে তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।