তৃণমূল কর্মী খুনের ঘটনায় চাঞ্চল্য খানাকুলে

গোপাল রায়, আরামবাগ, ২৪ ডিসেম্বর: বাঁশ বাগান থেকে উদ্ধার এক তৃণমূল কর্মীর মৃতদেহ ঘিরে চাঞ্চল্য খানাকুলের কিশোরপুরে। স্থানীয় সূত্রে জানাগেছে, মৃত ব্যক্তির নাম সুচাঁদ জানা (৩৫)। বাড়ি কিশোরপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ইছাপুর গ্রামে। বাড়ির থেকে ঢিলছোড়া দূরত্বে দ্বারকেশ্বর নদীর পাড়ে মালপাড়ার বাঁশ বাগানের কাছে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়।

সুচাঁদ জানার মা কৌশলা জানা জানান, আমার ছেলে বুধবার রাত সাড়ে ন’টায় বাড়ি থেকে বেড়িয়েছিল তারপর সে আর বাড়ি ফেরেনি, বৃহস্পতিবার সকালে প্রতিবেশীদের মুখে শুনতে পাই আমার ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে। সে তৃণমূল সমর্থক ছিল প্রতিদিন সকালে ট্রেকার নিয়ে কাজে বের হতো। যারা আমার ছেলেকে মেরে ফেলেছে তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি মৃত সুচাঁদের ভাই বলেন, এলাকাবাসীর মুখে জানতে পারি আমার দাদার মৃতদেহ পাশের এলাকায় পড়ে আছে, গিয়ে দেখি মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

হুগলী জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব বলেন, বিজেপি যেখানেই কিছু হয় সেখানেই রাজনীতি দেখেন। জেলায় অনেক কিছু ঘটনা ঘটেছে সেখানে তারা বলেছে তৃণমূল কংগ্রেস তাঁদের কর্মীদের মারধর করেছে খুন করেছে। তবে তদন্তের পর সব মিথ্যা প্রমাণিত হয়েছে। যেমন তারকেশ্বরে ঘটেছে। এমনকি খানাকুলের তৃণমূল কর্মী খুনের ঘটনায় তিনি বলেন, আমি নিজে আরামবাগ যাচ্ছি গতকাল রাত থেকে নিখোঁজ ছিল ওই তৃণমূল কর্মী। তবে তার বাড়ির সদস্যদের সাথে সুর মিলিয়ে বলছি দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি। ইতিমধ্যে অভিযোগ পুলিশের কাছে লিপিবদ্ধ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *