আমাদের ভারত, মেদিনীপুর, ২ জুন: দান্তেওয়াড়া ও বিজাপুরের মাঝখানে পুলিশ ও মাওবাদীদের গুলি যুদ্ধে মাওবাদীদের দু’নম্বর কোম্পানির সেকশন কমান্ডার দশরুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে বিজাপুরের মীরতুর থানা এলাকার বেচাপাল ও হুরেপালের জঙ্গলে পুলিশ ও সিআরপিএফ যৌথ অভিযান চালায়। সেখানেই মাওবাদীদের সঙ্গে পুলিশের গুলির লড়াই বাধে। যৌথবাহিনীর গুলিতে মৃত্যু হয় মাওবাদী সেকশন কমান্ডার দশরুর।
বিজাপুরের পুলিশ সুপার কমললোচন কাশ্যপ জানিয়েছেন, ঘটনাস্থল থেকে মাওবাদীদের বেশকিছু অস্ত্র-শস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে। জঙ্গলে অপারেশন জারি রয়েছে।