Accident, Bankura, বাঁকুড়ায় পথ দুর্ঘটনায় প্রাণ গেল আইনজীবীর

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৭ জুন: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুর্গাপুর আদালতের এক আইনজীবীর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (৪০)। তিনি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কোকওভেন থানার রবীন্দ্র পল্লীর বাসিন্দা।

পুলিশ সূত্রে জানাগেছে, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নিজের বাইক নিয়ে রবিবার রাত পৌনে ১টা নাগাদ বাঁকুড়া থেকে তার এক আত্মীয়র শেষকৃত্য সম্পন্ন করে দুর্গাপুরের বাড়িতে ফিরছিলেন। বাঁকুড়া- দুর্গাপুর ৯ নং রাজ্য সড়কের বড়জোড়া থানা এলাকার দেজুড়ি মোড়ের কাছে একটি ডাম্পারের সাথে অভিজিৎ বাবুর মোটর বাইকে মুখোমুখি ধাক্কা হয়। মোটর বাইক সহ অভিজিতবাবু ওই ডাম্পারের ইঞ্জিনের তলায় পড়ে যান। ধাক্কা লাগার সাথে সাথেই ডাম্পারটিতে আগুন লেগে যায়। বাইকের পেট্রোল ও ডাম্পারে ডিজেল থাকায় সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তেই বাইক ও ডাম্পারটি দাউদাউ করে জ্বলতে থাকে। অভিজিতবাবুকেও সেই আগুনের লেলিহান শিখা গ্রাস করতে থাকে। গভীর রাতে তার প্রাণপণ চিৎকার কেউ শুনতে পাননি। তবে কিছুক্ষণের মধ্যে বড়জোড়া থানার টহলদারি গাড়ি এসে পড়লেও অভিজিতবাবুকে বাঁচানো যায়নি।

পুলিশের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত এসে পৌঁছায় দমকলের ১টি ইঞ্জিন। ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ আইনজীবী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর পলাতক ডাম্পারের চালক ও খালাসি। আজ সকালে দুর্গাপুর মহকুমা আদালতের বহু আইনজীবী দুর্ঘটনাস্থলে যান।

ওই আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত সাঁই জানান, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় একসময় দুর্গাপুর মহকুমা আদালতে তারই জুনিয়র হিসাবে কাজ শুরু করেছিলেন। এভাবে চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁরা। তিনি বলেন, দুর্গাপুর মহকুমা আদালতের সমস্ত আইনজীবীদের সাথে তার অত্যন্ত সু-সম্পর্ক ছিল। দুর্ঘটনার পর ডাম্পারের চালক ও খালাসি পলাতক। পোড়া বাইক ও ডাম্পারটিকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *