police constable, shooting himself, কয়েকদিন পরেই বিয়ে, তার আগে নিজের কপালে গুলি করায় প্রাণ গেল কলকাতা পুলিশের কনস্টেবলের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৯ ফেব্রুয়ারি: রাত পোহালেই বিয়ের আশীর্বাদ, তার আগেই নিজের সার্ভিস রিভলবার দিয়ে কপালে গুলি করে আত্মঘাতী হলেন কলকাতা পুলিশের কনস্টেবল। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ওই কনস্টেবলের নাম জয়ন্ত সরকার, বয়স ২৭ বছর। ওই কনস্টেবলের বাড়ি নদিয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের বথনা এলাকায়। বর্তমানে সে কলকাতা পিটিএসে কর্মরত ছিলেন।

জানাযায়, ওই কনস্টেবল পাঁচ বছর আগে চাকরি পেয়েছিলেন। পরিবারের সুত্রে খবর, পারিবারিক কোনো অশান্তি ছিল না তার। দিন কয়েক বাদেই তার বিয়ে হওয়ার কথা ছিল। আগামীকাল ছিল সেই বিয়ের আশীর্বাদ। পরিবারের কাছে গতকাল গভীর রাতে কলকাতা পুলিশের তরফ থেকে ফোন করে আত্মঘাতী হওয়ার বিষয়টি জানানো হয়।

যারা যায়, ওই কনস্টেবল কর্মরত অবস্থায় নিজের সার্ভিস রিভলবার দিয়ে কপালে গুলি করেন। রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পর আজ তার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কোনো পারিবারিক অশান্তি ছিল না বলে দাবি পরিবারের। কিন্তু কী কারণে এমন ঘটনা তা বুঝে উঠতে পারছে না পরিবার। প্রাথমিক অনুমান কোনো বিষয়ে মানসিক অবসাদে ভুগছিলেন ওই কনস্টেবল জয়ন্ত সরকার।

জয়ন্ত সরকারের বন্ধু সূত্রে জানা যায়, এর আগে জয়ন্ত সরকারের সঙ্গে এক যুবতীর রেজিস্ট্রি হয়েছিল। কোনো কারণে আবার ডিভোর্স হয়ে যায়। এই ঘটনার পেছনে এই কারণ রয়েছে কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ। অন্যদিকে কনস্টেবলের মৃত্যুর ঘটনায় শোকস্তব্দ গোটা এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *