সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩০ডিসেম্বর: বাড়িতে প্রবেশের রাস্তা মেরামতের কাজ করতে গিয়ে দেওয়াল চাপা পড়ে প্রাণ হারালেন এক নির্মাণ কর্মী।আজ সকালে শহরের দোলতলায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে, বাড়ির যাতায়াতের রাস্তা মেরামতের কাজ করার সময় আচমকাই পুরাতন একটি পাঁচিল ভেঙ্গে পড়ে। কর্মরত ওই কর্মী দেওয়ালে চাপা পড়ে যান। দেওয়াল পড়ে যাওয়ার শব্দ পেয়ে স্হানীয় বাসিন্দারা ছুটে আসেন ঘটনাস্থলে। সরু গলির মধ্যে পাঁচিলটি পড়ে যাওয়ায় চাপা পড়ে যাওয়া শ্রমিককে উদ্ধার করতে বেগ পেতে হয়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী এসে পৌঁছায়। চাপা পড়ে যাওয়া কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়। মৃত ব্যক্তির নাম শান্তি গরাই (৩৫)। শ্যামদাসপুরের বাসিন্দা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।