আমাদের ভারত, ২ জুন: উত্তর পূর্বে দুই রাজ্য অরুণাচল প্রদেশ, সিকিমের বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ হয়েছে রবিবার। অরুণাচল প্রদেশকে বারবার নিজেদের বলে দাবি করে চীন। প্রায়শই রাজ্যের বিভিন্ন এলাকার নাম বদলে দেয় বেজিং। এবার সেই অরুণাচলে দেখা গেল গোছা গোছা পদ্ম ফুটেছে। চীনের নাকের ডগায় গেরুয়া ঝড় উঠেছে।
লোকসভা ভোটের সঙ্গেই বিধানসভার ভোট গ্রহণ হয়েছিল চার রাজ্যে। রবিবার ফল বেরিয়েছে উত্তর পূর্বের দুই রাজ্য অরুণাচল প্রদেশ ও সিকিমে। যে অরুণাচলকে বারবার নিজেদের বলে বেজিং দাবি করে বিভিন্ন এলাকার নাম বদলে দেয় সেই অরুণাচল প্রদেশে এবার শুধু বিজেপির জয়জয়কার।
রাজ্য বিধানসভার ৬০টি আসনের মধ্যে ৪৬টি আসন বিজেপির। আগেই গেরুয়া ঝড়ের ইঙ্গিত ছিল এখানে। এরপর ফলাফল প্রকাশ হতেই স্পষ্ট হয়ে যায় উত্তর পূর্বের রাজ্যে টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরছে বিজেপি।
গত ১৯ এপ্রিল ৬০ সদস্যের অরুণাচল বিধানসভার ৫০ আসনে ভোট গ্রহণ হয়েছিল। বিধানসভার বাকি দশটি আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পদ্ম শিবির জিতেছিল। মুখ্যমন্ত্রী পেমাখান্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
এই বিপুল জয়ের প্রেক্ষিতে অরুণাচল প্রদেশের বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ধন্যবাদ অরুণাচল প্রদেশ। এই রাজ্যের মানুষ দ্ব্যর্থহীন ভাবে উন্নয়নের রাজনীতির পক্ষে মত প্রকাশ করেছেন। বিজেপির অরুণাচল শাখার প্রতি আপনাদের বিশ্বাস বজায় রাখার জন্য আমরা তাদের কৃতজ্ঞতা জানাই। আমাদের পার্টি রাজের উন্নতির জন্য আরও বেশি প্রাণশক্তি দিয়ে কাজ করে যাবে।