Ramakrishna Mission, Siliguri, শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনে হামলার মূল অভিযুক্ত প্রদীপ রায়ের তিন দিনের পুলিশ হেফাজত

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২ জুন: শিলিগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমের সেবক হাউজে হামলার ঘটনায় মূল অভিযুক্ত প্রদীপ রায়কে গ্রেফতার করে রবিবার জলপাইগুড়ি জেলা আদালতে তুললো ভক্তিনগর থানার পুলিশ। ধৃতকে জেরা করতে সাত দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছিল পুলিশ। জেলা আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম কোর্ট) ধৃতকে তিন দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন বলে জানান সহকারি সরকারি আইনজীবী সিন্ধু কুমার রায়। এফআইআরএ ধৃত মূল অভিযুক্ত প্রদীপের নাম রয়েছে। এতদিন পালিয়ে ছিল সে। ঘটনায় প্রায় দুই সপ্তাহ পর শনিবার ভক্তিনগর থানার পুলিশ ধৃতকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রামকৃষ্ণ মিশনের সেবক হাউজে হামলার পর থেকে গা ঢাকা দিয়েছিল প্রদীপ। পুলিশ মূল অভিযুক্ত প্রদীককে গ্রেফতার করতে ভিন্ জেলার পাশাপাশি প্রতিবেশী রাজ্য বিহারেও তল্লাশি চালিয়েছি। প্রায় প্রতি মূহূর্তের প্রদীপ জায়গা পরিবর্তন করত। এর জেরে তদন্তকারী পুলিশ অফিসাররা প্রদীপের খোঁজ পাচ্ছিলেন না। গতকাল রাতে শিলিগুড়ির জংশন এলাকা থেকে প্রদীককে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত অন্য জায়গায় পালানোর ছক করেছিল। পুলিশ জানায়, হামলার দিন মূল অভিযুক্ত ছিল প্রদীপ। এখনও পর্যন্ত মোট দশজনকে গ্রেফতার করা হয়েছে। আরও অনেকের খোঁজ চলছে বলে দাবি পুলিশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *