TMC, Prasoon, provocative statements, BJP, ৮০০ বছর আগে মুসলিমরা এসেছিল, তখন হিন্দুদের অস্তিত্ব ছিল না! বিকৃত তথ্য ও উস্কানি মূলক বক্তব্য তৃণমূল প্রার্থী প্রসূনের, ভিডিও প্রকাশ করে সরব বিজেপি

আমাদের ভারত, ২৩ মার্চ: হাওড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিকৃত ঐতিহাসিক তথ্য ও উস্কানি মূলক বক্তব্য রাখার অভিযোগে সরব হল বিজেপি। একটি ভিডিও প্রকাশ করে তাদের দাবি, উদ্দেশ্যে প্রণোদিত ভাবে হিন্দুত্বের অপমান করেছেন তৃণমূলের প্রার্থী (ভিডিওটি সত্যতা যাচাই করে দেখেনি আমাদের ভারত) ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপি দাবি করেছে, প্রসূন বলেছেন ৮০০ বছর আগে মুসলিমরা এসেছিলেন। তখন কোথায় ছিল হিন্দুরা?

বঙ্গ বিজেপি এক্স হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করে অভিযোগ করেছে, তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেছেন যে, মাত্র ৪০০ বছর আগে হিন্দুত্বের ধারণা এসেছে। ৮০০ বছরে কোনো হিন্দু ছিলেন না। ঐতিহাসিক তথ্য বিকৃতির পাশাপাশি হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্ররোচনা মূলক ভাষণ দিয়েছেন বলে অভিযোগ করেছে বিজেপি। যদিও বিষয়টি নিয়ে আপাতত কোনো মন্তব্য করেননি প্রসূন বন্দোপাধ্যায়। তৃণমূলের তরফেও কোনো মন্তব্য করা হয়নি।

শনিবার বিকেলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করে বঙ্গ বিজেপির তরফে লেখা হয়েছে, হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বলেছেন যে, এই তথাকথিত হিন্দুরা কবে এসেছেন? ৮০০ বছর আগে মুসলিমরা এসেছিলেন। তৈমুর এবং বাবর এর শাসনে ওরা ছিলেন না। ৩০০ থেকে ৪০০ বছর আগে হিন্দুত্বের ধারণা এসেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, বিজেপির তরফে যে ভিডিও পোস্ট করা হয়েছে তাতে মাইক্রোফোন হাতে এক ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, মুসলিম লোকেরা কতদিন আগে এসেছিলেন? ৮০০ বছর আগে। পড়াশোনা করুন। তৈমুর যখন এসেছিলেন, বাবর যখন এসেছিলেন, তখন কোথায় ছিলেন ওরা( হিন্দুরা)। যেই সময় ওরা এসেছিলেন সেই সময় হিন্দু বলে কেউ ছিলেন না। তারা কোথায় থাকতেন? সিন্ধু নদের পাশে থাকতেন। তারপর ১০০ বছর, ২০০ বছর, ৩০০ বছর অতিক্রান্ত হয়ে যায়। ৪০০ বছর পর তারা হিন্দু হয়েছিলেন।

তার মধ্যে আরও একটি ভিডিও পোস্ট করে প্রসূনকে আক্রমণ শানিয়েছেন বিজেপির তথ্য প্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্য। তিনি আরও একটি ভিডিওটি পোস্ট করেন। সেখানে তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের বিরোধিতায় নেমেছে রাজ্যের মুসলিমরাও। ভোট পাওয়ার জন্য হাওড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী একটি ইফতার অনুষ্ঠানে জোর করে ঢোকার চেষ্টা করেন, কিন্তু উদ্যোক্তারা ধর্মের সঙ্গে রাজনীতিকে মিশিয়ে দেওয়ার ঘৃণ্য ছককে বুঝতে পেরে যান এবং তাকে ঐ চত্বরে ঢুকতে দেননি। পরে ঐ একই ভিডিও বঙ্গ বিজেপির তরফেও পোস্ট করা হয়েছে ও সেখানে লেখা হয়েছে, “পশ্চিমবঙ্গের মুসলিমরা তৃণমূলের আসল রূপটা বুঝে গেছে। হাওড়ার তৃণমূল প্রার্থীর প্রসূন ব্যানার্জি ভোট সংগ্রহের জন্য ইফতার পার্টিতে যোগ দিতে গেলে ভোটের জন্য রাজনীতিতে ধর্মকে মিশ্রিত করার দুষ্ট চক্রান্ত রুখে দিয়ে তাকে প্রাঙ্গণে প্রবেশ করতে দেয়নি তারা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *