Kharagpur, IIT, খড়্গপুর আইআইটির ৮০০ ছাত্রছাত্রী পেল বিশ্বের নামি-দামি কোম্পানিতে চাকরি, ১৩ জনের বিদেশে চাকরির সুযোগ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ ডিসেম্বর: খড়্গপুর আইআইটি-তে ২০২৪-২৫ বর্ষের ক্যাম্পাসিং শুরু হয়েছে ১ ডিসেম্বর রবিবার থেকে। যেখানে বিশ্বের নামিদামি কোম্পানিগুলি মেধাবী ছাত্রছাত্রীদের নিজেদের কোম্পানিতে চাকরির অফার দেওয়ার জন্য হাজির হয়েছে। দু’দিনেই খড়্গপুর আইআইটির ৮০০জন ছাত্রছাত্রীকে চাকরির অফার দিল কোম্পানিগুলি। যার মধ্যে ১৩জনকে বিদেশে চাকরির অফার। ৯জন ১ কোটি টাকা বেতনের চাকরির অফার পেয়েছেন। একজন ২ কোটির বেশি টাকার বেতনের কাজের অফার পেয়েছেন। প্রথম পর্বেই এই অফার হলে আগামী দিনে তা আরও বাড়বে বলে দাবি খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষের।

খড়্গপুর আইআইটির পড়ুয়ারা দেশের মেধাবী ছাত্র-ছাত্রীদের তালিকার মধ্যেই পড়ে। এই মেধাবী ছাত্র-ছাত্রীরা খড়্গপুর আইআইটি-তে পড়াশোনা করার সময়েই বিভিন্ন ক্যাম্পাসিং- এ অংশগ্রহণ করেন। ২০২৪-২৫ বর্ষের প্রথম পর্বের ক্যাম্পাসিং শুরু হয়েছে রবিবার থেকে। যেখানে ২০২৪-২৫ বর্ষের স্নাতক ছাত্রছাত্রীরা আইআইটির নালন্দা কমপ্লেক্সে আয়োজিত ক্যাম্পাসিং পর্বে অংশগ্রহণ করেছেন। রবি ও সোমবার দু’দিন ধরে এই ছাত্র-ছাত্রীদের ৮০০ জনকে দেশ বিদেশের নামিদামি কোম্পানি এসে চাকরির অফার দিয়েছেন ওই কমপ্লেক্সে। তাও মোটা টাকায় চাকরি, বেশিরভাগ আবার বিদেশে চাকরির জন্য অফার পেয়েছেন।

খড়গপুর আইআইটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশ-বিদেশের যে সমস্ত কোম্পানিগুলি এই ক্যাম্পাসিং- এর জন্য খড়্গপুর আইআইটিতে হাজির হয়েছে, তাদের মধ্যে অন্যতম হলো অ্যাপেল, ক্যাপিটাল ওয়ান, ডি ই সউ, গ্লিন, গুগল, গ্র্যাভিটন, মাইক্রোসফট, কোয়ান্ট বক্স, ডেটাব্রিক্স সাম সারা, কোয়ালকম, আমেরিকার এক্সপ্রেস, ফ্লিপকার্ট, মিশো, মাস্টার কার্ড প্রভৃতি। আইআইটির পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত সফটওয়্যার, এনালিটিক্স, ফিনান্স, ব্যাঙ্কিং, কনসাল্টিং, কোর ইঞ্জিনিয়ারিং এর মতো বিভাগের লোক নেওয়ার জন্যই কোম্পানিগুলি এসেছে। এই সমস্ত বিভাগে চাকরির অফার দেওয়া হয়েছে প্রায় ৮০০ জনকে। এদের মধ্যে ১৩ জন বিদেশে চাকরির অফার পেয়েছেন। ৯ জন ছাত্রছাত্রী এক কোটি টাকা প্যাকেজের স্যালারিতে চাকরির অফার পেয়েছেন। সব থেকে বেশি স্যালারি ২ কোটি ১৪ লক্ষ টাকা প্যাকেজের চাকরির অফার পেয়েছেন এক ছাত্র। যা রীতিমতো চমকে দিয়েছে। আইআইটির দাবি-দু’দিনের প্লেসমেন্ট পর্বেতেই এই বিশাল চাকরির সুযোগ খড়্গপুর আইআইটির ছাত্র-ছাত্রীদের। পরবর্তী পর্বগুলিতে আরো অফার আসতে পারে।

এই প্রসঙ্গে খড়গপুর আই আই টি:র ডিরেক্টর ভি কে তেওয়ারি বলেন, “এই মুহূর্তে কর্মসংস্থানের বাজার নিম্নমুখী, সেখানে আইআইটি প্লেসমেন্ট পিরিয়ডের প্রথম দিনেই ৮০০ টিরও বেশি অফার নিয়ে খড়্গপুর উঁচুতে দাঁড়িয়েছে। দেশ ও জাতি গঠনে এই ছাত্রছাত্রীরা মুখ উজ্জ্বল করবে। প্রতিযোগিতামূলক চাকরির বাজারে বিশ্বে প্রথম এই খড়্গপুর আইআইটি বিশেষ স্থান দখল করলো। আমাদের শিক্ষার গুণমান, আমাদের শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম এবং নেতৃত্বদানকারী বিশ্বাসের উপর জোর দিয়েছি আমরা৷”

আইআইটি খড়্গপুরের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের (সিডিসি) চেয়ারপার্সন অধ্যাপক রাজীব মাইতি বলেন, “লক্ষ্যযুক্ত আউটরিচের মাধ্যমে বিভিন্ন কোম্পানির সাথে সহযোগিতা করা নেভিগেট করার জন্য অপরিহার্য হয়েছে, এটা ভালো ফল দিয়েছে৷ বর্তমান বাজারে প্লেসমেন্ট প্রক্রিয়ায় শ্রেষ্ঠত্ব বজায় রাখল খড়্গপুর আইআইটি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *