পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ ডিসেম্বর: রেলের সমস্ত শূন্যপদে নিয়োগ, দুর্ঘটনা আটকানো, রেলের বেসরকারিকরণ বন্ধ, পরিযায়ী শ্রমিকদের জন্য সাধারণ কামরা বৃদ্ধি-সহ রেলের পরিষেবা সংক্রান্ত একাধিক দাবি জানালো এআইডিওয়াইও। এই দাবিগুলি নিয়ে সংগঠন স্মারকলিপি দিল মেদিনীপুর স্টেশন ম্যানেজারকে।
ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য ও পশ্চিম মেদিনীপুর উত্তর জেলা কমিটির সম্পাদক শীর্ষেন্দু বিকাশ শাসমল। তাঁর নেতৃত্বে পাঁচজনের একটি প্রতিনিধি দল স্টেশন ম্যানেজারের সঙ্গে দেখা করেন। সংগঠন জানিয়েছে, স্টেশন ম্যানেজার স্মারকলিপির দাবিগুলির সঙ্গে সহমত হয়েছেন। পাশাপাশি রেল কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে জানানোর কথাও বলেছেন।