সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৮ সেপ্টেম্বর: জল সরবারহ প্রকল্পের জন্য মজুত পাইপ চুরিতে যুক্ত ভিন রাজ্যের ছয় দুষ্কৃতীকে গ্ৰেফতার করলো পুলিশ। ঝাড়খণ্ড, হরিয়ানা থেকে দুষ্কৃতীদের গ্রেফতার করে আজ আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শালতোড়া ও জয়পুরে পানীয় জল সরবরাহের জন্য রাস্তার ধারে পাইপ রাখা ছিল। গত ৪ সেপ্টেম্বর রাতে শালতোড়া থানার খড়বনা- বিহারীনাথের রাস্তায় দুষ্কৃতীরা সেই সব পাইপ পাচারের উদ্দেশ্যে লরিতে তুলছিল। গোপন সূত্রে খবর পেয়ে শালতোড়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ ঘটনাস্থলে দুই দুষ্কৃতীকে গ্ৰেফতার করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়। পুলিশের হাতে ধরা পড়ে গৌরব কুমার ও বীর সিং। ধৃত দু’জনেই সাহাবাদ, কুরুক্ষেত্র, হরিয়ানা নিবাসী। তাদের জেরা করে ঝাড়খণ্ডের টুন্ডি থানার রঞ্জিত কুমার পন্ডিত ও লখিন্দর মারান্ডিকে গ্ৰেফতার করে।
একই ভাবে জয়পুরেও পাইপ চুরি হয়। এই ঘটনায় ঝাড়খণ্ডের বোকারো থেকে আদিত্য সিং এবং আব্দুল রশিদ আনসারিকে গ্ৰেফতার করে পুলিশ। আসামিদের আজ আদালতে পেশ করা হয়।