কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ ডিসেম্বর: শনিবার মেদিনীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জনসভা থেকে ফেরার পথে আক্রান্ত ৬ জন বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে কেশপুর ব্লকের বাগমারা গ্রামে। অভিযোগের তীর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে।
বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এবং কর্মীরা হাতে লাঠি, রড, ইটপাটকেল নিয়ে তাদের গাড়ির ওপর চড়াও হয় এবং তাদের ব্যাপক মারধর করে। গাড়ি ঘিরে ধরে গাড়ির কাঁচ ভেঙ্গে দেয়। পুলিশ সামনে থাকলেও নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে বিজেপি কর্মীদের অভিযোগ।
এক আক্রান্ত বিজেপি কর্মী কার্তিক বিষয় বলেন, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।কোনও রকমে প্রাণ নিয়ে আমরা পালিয়ে বাঁচি।
গাড়ির চালক হরলাল দোলুই বলেন, আমার গাড়িকে ঘিরে ধরে গাড়ির সমস্ত কাঁচ ভেঙ্গে দেয়। তৃণমূল কংগ্রেসের গুন্ডারা এই কাজ করেছে বলে হরলালবাবু জানান।তিনি বলেন, প্রশাসন সিরিয়ালের দর্শকের মত থেকেছে।