আমাদের ভারত, বালুরঘাট, ২৬ মার্চ: লক ডাউনের জের। পাঁচ লক্ষ টাকায় বাস ভাড়া করে বাড়ি ফিরল হরিরামপুরের ৫০ জন শ্রমিক। কেরালা থেকে বাস পৌঁছাতেই হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা স্বাস্থ্য দপ্তরের। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের বিভিন্ন এলাকার বাসিন্দা ওই শ্রমিকরা। বুধবার শ্রমিক বোঝাই ওই বাস এসে পৌঁছায় হরিরামপুরে। করোনা আতঙ্কের লক ডাউন পরিস্থিতির মধ্যে ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকরা বাড়ি ফিরতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাদের পরিবারের সদস্যরা।
কাজের সন্ধানে বেশ কিছু দিন আগে হরিরামপুরের বিভিন্ন এলাকা থেকে কেরলে পাড়ি দিয়েছিলেন ওই ব্লকের প্রায় ৫০ জন শ্রমিক। গোটা বিশ্বের সাথে করোনা নিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় ভারতেও। পরিস্থিতি মোকাবিলায় দেশ জুড়ে জারি করা হয় লকডাউন। আর এর মাঝে পড়েই কেরলে আটকে পড়ে ওই সব শ্রমিকরা। কাজ বন্ধ হয়ে এক প্রকার গৃহবন্দি হয়ে পড়েন তারা। শুরু হয় খাওয়া দাওয়ার সমস্যা। সবমিলিয়ে চরম আতঙ্কে নিজেরাই ভিডিও বার্তা করে সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আর্জি জানান। কিন্তু তার পরেও কোনও কাজ হয়নি। বাধ্য হয়েই ৫০ জন শ্রমিক প্রত্যেকেই ১০ হাজার টাকা করে দিয়ে একটি বাস ভাড়া করে কেরল থেকে পৌঁছায় হরিরামপুরে। বুধবার শ্রমিকদের নামবার খবর পেয়েই এলাকায় পৌঁছায় বিডিও সহ এলাকার বিএমওএইচ। সকলকেই হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয় ব্লক প্রশাসনের তরফে।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানিয়েছেন, ভিনরাজ্য থেকে ওই শ্রমিকরা ফিরেছেন। তাঁদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কড়া নজরদারি রয়েছে তাদের প্রত্যেকের উপরে।