আমাদের ভারত, বালুরঘাট, ২৬ মার্চ: সাংসদের নাম জড়িয়ে করোনা আক্রান্ত নিয়ে ভুয়ো অডিও বার্তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বালুরঘাটে এক যুবককে চিহ্নিত করে গ্রেপ্তারের নির্দেশ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের। জানাগিয়েছে, চক্ভৃগুর মিস্ত্রিপাড়ার বাসিন্দা তাপস সূত্রধর ওরফে নাড়ুই ওই গুজব ছড়ায় সোশ্যাল মিডিয়ায়। বালুরঘাট পৌরসভার সুইমিংপুলে শিক্ষক পদে কর্মরত তাপস সূত্রধরের এমন কাজ নিয়ে নিন্দার ঝড় উঠেছে জেলা জুড়ে।
বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই অডিও বার্তা থেকে শোনা যাচ্ছে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের কাছে তাপস সূত্রধর নিশ্চিত হয়েছেন বালাপুরের এক বাসিন্দা তাপস বর্মন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রায় সাড়ে তিন মিনিটের ওই অডিওতে সাধারণ মানুষকে আতঙ্কিত করে তুলতে আরও বিভিন্ন ভুয়ো তথ্য তুলে ধরা হয়েছে অভিযুক্ত ওই যুবকের তরফে। যদিও বুধবার রাতেই এই ঘটনা জানতে পেরে সাংসদ সুকান্ত মজুমদার নিজের ফেসবুকে তাঁকে নিয়ে যে মিথ্যে প্রচার করা হচ্ছে তা তুলে ধরেছেন। সাংসদ সেখানে আরো জানিয়েছেন, স্বাস্থ্য দপ্তরের খবর অনুয়ায়ী জেলায় এখনো পর্যন্ত কোনও ব্যক্তিই করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। অযথা গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্তি করা থেকে দূরে থাকবার কথাও জানানো হয়েছে সাংসদের তরফে।
এদিকে করোনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অডিও ছড়ানোর বিষয়ে কিছুটা চাপে পড়ে নিজের দোষ স্বীকার করে নিয়ে পাল্টা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিযুক্ত তাপস সূত্রধর। এমন ঘটনা যাতে আর কেউ করতে সাহস না পায় সেই দিক লক্ষ্য রেখেই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এব্যাপারে পুলিশকে কড়া পদক্ষেপ নেবার নির্দেশ দিয়েছেন।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানিয়েছেন, করোনা নিয়ে ভুয়ো তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত জেলায় কোনও ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি।