PHTD, Agitation পুরুলিয়ায় বকেয়া ৫০ কোটি, রাজ্যজুড়ে বড়সড় আন্দোলনের পথে জন স্বাস্থ্য কারিগরি দফতরের সংগঠিত ঠিকাদাররা

সাথী দাস, পুরুলিয়া, ৯ ফেব্রুয়ারি: বকেয়া টাকার দাবিতে এবার রাজ্যজুড়ে বড়সড় আন্দোলনের পথে জন স্বাস্থ্য কারিগরি দফতরের সংগঠিত ঠিকাদাররা। তার আগে জেলায় জেলায় তাঁরা প্রস্তুতি নিতে শুরু করলেন। পুরুলিয়া জেলার এই সংগঠন ‘মানভূম পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ আজ তাদের সাধারণ সভায় এই নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিল।

তাঁদের অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচন, ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচন ছাড়াও খড়ার সময়গুলোতে কাজের প্রায় ৫০ কোটি টাকা বকেয়া রয়েছে। প্রায় পঞ্চাশ জন ঠিকাদার ছাড়াও পরোক্ষভাবে হাজার কর্মী, শ্রমিক ক্ষতিগ্রস্ত। আজ সভায় এই নিয়ে সোচ্চার হন সংগঠনের সদস্যরা। আরও একটা লোকসভা নির্বাচন চলে এল। অথচ, বিগত একাধিক নির্বাচনে পরিকাঠামো তৈরির টাকা এখনও বকেয়া রয়েছে বলে অভিযোগ সরকারি ঠিকাদারদের। তাঁদের ক্ষোভ, প্রশাসনের বিভিন্ন স্তরে বকেয়া মেটানোর দাবি জানিয়েও কাজ হয়নি।

সংগঠনের জেলা সভাপতি সুশান্ত দত্ত, সম্পাদক সৌমিত্র চক্রবর্তী বলেন, “ছোট-বড় মিলিয়ে ঠিকাদারের সংখ্যা পঞ্চাশের বেশি। অভিযোগ, সব মিলিয়ে ৫০ কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে। বিভিন্ন ভোটে কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা, অস্থায়ী শৌচালয়, ছাউনি-সহ নানা কাজের বরাত দেওয়া হয় তাঁদের। বেশ কয়েক বছর ধরে বিভিন্ন ভোটে এই কাজ করে এলেও সরকারের তরফে টাকা দেওয়া হচ্ছে না।” তাঁরা জানান, রাজ্যজুড়েই এই সমস্যা চলছে। বকেয়া মেটানোর দাবিতে ১৯ ফেব্রুয়ারি হাওড়ার শরৎ সদনে সম্মেলনের ডাক দিয়েছে ঠিকাদারদের বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *