দুই নেপালি ব্যক্তিকে অপহরণের দায়ে গ্রেফতার ৫

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩০ নভেম্বর: নেপাল থেকে আগত দুই ব্যক্তিকে অপহরণ করে গ্রেপ্তার হল ৫ জন। নেপাল থেকে দুই ব্যক্তি নিজউদ্দিন আনসারী ও সনু কানচা লামা পুরনো স্পেয়ার পার্টস কেনাবেচা করতে মাঝে মাঝে এসে তমলুক থানার কলাতলা এলাকায় একটি বেসরকারি হোটেলে উঠতেন। কয়েকদিন আগে এই দুই ব্যাক্তি পার্টস কেনাবেচা করতে এলে এই হোটেলের কয়েকজন কর্মী তাদের বিপুল টাকার যন্ত্রপাতি কেনার প্রলোভন দেখায়। এই দুজনকে প্রলোভন দেখিয়ে জেলার বিভিন্ন প্রান্তে নিয়ে যায়। তাদের কাছে থাকা ৩২ হাজার টাকাও নিয়ে নেয়। এরপর নেপালের ওই দুজনের মনে সন্দেহ হলে গত তিন দিন ধরে হোটেলের একটি রুমে তাদের আটকে রাখে।

দুজনের বাড়িতে ফোন করে প্রথমে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। ১০ লক্ষ টাকা বাড়ির লোক দিতে পারবে না বললে পরে টাকার অঙ্কটা ৫ লক্ষ টাকায় নেমে আসে। তাও দিতে পারবে না বলায় ৩ লক্ষ টাকায় নেমে আসে। আটক ব্যক্তি দুজন কোনও ভাবে সুযোগ পেয়ে হোটেল মালিককে ফোন করে সব ঘটনা জানায়। হোটেলের মালিক তমলুক থানায় ফোন করে খবর দিলে পুলিশ তদন্ত শুরু করে। বিভিন্ন জায়গায় হানা দিয়ে শেখ সাইদুল, শেখ মুস্তাকিন, শেখ আনোয়ার হোসেন, শেখ রোজবুল, শেখ জাহাঙ্গীর হোসেন নামে ৫ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

আটক অভিযুক্তদের মধ্যে তিনজন নন্দকুমার ও দুজন তমলুকের বাসিন্দা। এছাড়া শেখ জব্বার নামে এক অভিযুক্ত পলাতক। পলাতকের বাড়ি চনশ্বরপুর। পলাতকের খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিশ। ধৃতদের আজ তমলুক মহকুমা আদালতে তোলা হয়। তমলুক মহকুমা আদালতের বিচারক ধৃতদের ১৪ দিনের জেল হেফাজত দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *