পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ ফেব্রুয়ারি: কৃষ্ণপুর সিরাজিয়া ফুটবল ময়দানে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় ভগবন্তপুর এক নম্বর অঞ্চল তৃণমূলের উদ্যোগে। সহযোগিতায় সিরাজিয়া স্পোর্টিং ক্লাব। সমস্ত অতিথিদের বরণপর্ব শেষ হবার পরে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক। এই ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন টিমের হয়ে অংশগ্রহণ করেন দেশ ও রাজ্যের বিভিন্ন জায়গার ফুটবল প্লেয়াররা। ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনের পরেই কৃষ্ণপুর সিরাজিয়া ফুটবল ময়দানে শুরু হয় প্রথম ম্যাচের খেলা। এই খেলায় রয়েছে আকর্ষণীয় পুরস্কার। ১৬টি দলের মধ্যে সম্পূর্ণ হবে এই টুর্নামেন্ট এবং পাঁচ দিন ধরে চলবে এই খেলা বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধারা সহ চন্দ্রকোনা দু’নম্বর ব্লক ও ভগবন্তপুর ১ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও কর্মীরা। ফুটবল খেলাকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মাঠের চারপাশে ভিড় ছিল ফুটবলপ্রেমী ৮ থেকে ৮০ সকল সাধারণ মানুষজনদের।