হার্ডওয়্যারের স্টিকার লাগিয়ে ফেনসিডিল পাচারের অভিনব কৌশল বালুরঘাটে, সিআইডির জালে ৪৮২ বোতল নিষিদ্ধ কফ সিরাপ

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৭ জুলাই: হার্ডওয়্যারের সামগ্রীর স্টিকার লাগিয়ে নাইট সার্ভিসের বাসে করে ফেনসিডিল পাচারের অভিনব কৌশল বালুরঘাটে। সিআইডি হানায় ভেস্তে গেল পাচারকারীদের গোপন কৌশল। বুধবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে বালুরঘাট বাসস্ট্যান্ড চত্বর থেকে ৪৮২ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করেছে সিআইডির দক্ষিণ দিনাজপুর জেলা ব্রাঞ্চ।

জানাগিয়েছে, নাইট সার্ভিসের বেশ কিছু বাসকে ব্যবহার করে গোপন কারবার অতি সক্রিয় হয়ে উঠেছিল জেলায়। অভিনব কৌশল অবলম্বন করেই চলছিল এই কারবার। এদিন যা সামনে আসতেই রীতিমতো চোখ কপালে উঠবার জোগাড় সিআইডির কর্মকর্তাদের। কেননা প্যাকেট বন্দি ওই ফেনসিডিলের কার্টুনের গায়ে লেখা রয়েছে হার্ডওয়্যার সামগ্রী। শুধু তাই নয় দুইটি কার্টুনের গায়ে লেখা রয়েছে ফেক দুটি ফোন নম্বরও। বালুরঘাটের মালঞ্চা ও খাসপুরে যাবে সেই হার্ডওয়্যার সামগ্রী এমনটাও উল্লেখ রয়েছে সেখানে। যে ঘটনা রীতিমতো অবাক করেছে সিআইডি অফিসারদের।

জানা যায়, বাসে করে বাইরে থেকে আনা ওই কফ সিরাফগুলি এদিন নামাতেই একটির প্যাকেট কিছুটা ফেটে বের হয়ে যায় দু’চারটি বোতল। যা দেখে সন্দেহ হতেই স্থানীয় লোকজনের দেওয়া খবরে এলাকায় হাজির হয় সিআইডির বিশেষ টিম। যারা সেখানে গিয়ে ওই কফ সিরাফগুলি বাজেয়াপ্ত করেছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তবে কোন বাসে করে এবং কিভাবে এসেছে ওই বিপুল পরিমাণ ফেনসিডিল তা নিয়ে জোর তদন্ত শুরু করেছে সিআইডি।

দক্ষিণ দিনাজপুর জেলা সিআইডি ব্রাঞ্চের ইন্সপেক্টর দিলীপ দাস বলেন, গোপন সূত্রে খবর পেয়ে আমরা এই কফ সিরাফগুলি উদ্ধার করেছি। এর পেছনে কারা জড়িত এবং কিভাবে এগুলি এখানে এল তা নিয়ে তদন্ত চলছে। তবে বাসে করেই যে এগুলো এসেছে তা একপ্রকার নিশ্চিত তারা। কতদিন ধরে চলছিল এই কারবার তা নিয়েই শুরু হয়েছে তদন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *