রায়গঞ্জে কালী পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ শিশু ও মহিলা সহ ৩০ জন

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৫ অক্টোবর: কালী পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ শিশু ও মহিলা সহ প্রায় ৩০ জন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কাশিবাটি এলাকায়। অসুস্থদের রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সোমবার শ্যামাপুজো অনুষ্ঠিত হয় রায়গঞ্জ শহর সংলগ্ন কাশীবাটি এলাকার বাসিন্দা অজয় দাসের বাড়িতে। মঙ্গলবার সকাল থেকেই ছিল প্রসাদ বিতরণ অনুষ্ঠান। পাড়া প্রতিবেশী থেকে আত্মীয় পরিজনেরা প্রসাদ হিসেবে ফ্রাইড রাইস, পনীর, চাটনি ও পায়েস খান। দিনভর চলে প্রসাদ বিতরণ। এদিন বিকেল থেকেই শিশু এবং মহিলা সহ বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। শুরু হয় বমি, পায়খানা ও পেট ব্যাথা।

পার্থ মন্ডল নামে এক অসুস্থ ব্যক্তি জানালেন, আজ দুপুরে ওই বাড়ির কালীপুজোর প্রসাদ ফ্রাইড রাইস, পনীর, চাটনি খাই। খাওয়ার কিছুক্ষণ পর থেকেই পেট ব্যাথা আর বমি শুরু হয়। বেশ কয়েকবার পায়খানাও হয়। তারপরই বাড়ির লোকেরা চিকিৎসার জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজে ভর্তি করে দেন।

কাশিবাটির স্থানীয় বাসিন্দা বলাই চন্দ বলেন, বাপি দাসের বাড়ির কালী পুজোর প্রসাদ খেয়েই অসুস্থ হয়েছেন। তাঁর অনুমান প্রসাদ অসুরক্ষিত রাখার কারণেই এমনটা হতে পারে। খাবারের জিনিস ঢেকে রাখাই উচিত ছিল।

ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য নগেন বর্মন। নগেন বাবু বলেন, খাদ্যে বিষক্রিয়া থেকেই এই ঘটনা ঘটেছে। শিশু ও মহিলা সহ প্রায় ত্রিশ জনের মতো চিকিৎসাধীন রয়েছেন। তবে আপাতত তাদের অবস্থা স্থিতিশীল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *