Debra, সেপটিক ট্যাঙ্কে চোলাই মদ তৈরীর কাঁচামাল, বের করতে গিয়ে ডেবরায় প্রাণ গেল এক কিশোর সহ ৩ জনের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: সেপটিক ট্যাঙ্ক থেকে চোলাই মদ তৈরীর কাঁচামাল বের করতে গিয়ে মৃত্যু হল ১৬ বছরের এক কিশোর সহ ৩ জনের। শনিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৪ নম্বর খানামোহন অঞ্চলের চকরাধাবল্লভপুর এলাকায়। মৃতদের নাম সুজন সরেন(১৬), বদ্যিনাথ হেমব্রম (৫৫) ও বাপি বাস্কে (৪৫)।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চকরাধাবল্লভপুর এলাকার বাসিন্দা রবি হেমব্রম নামে এক ব্যক্তি তার বাড়িতে দীর্ঘদিন ধরে চোলাই মদের কারবার করতেন। মদ তৈরির কাঁচামাল থেকে সরঞ্জাম সবকিছুই বাড়ির পেছনে সেপটিক ট্যাঙ্কের ভেতরে রেখে মদের বেআইনি কারবার চালাতো।

স্থানীয়রা জানান, আজ সকালে সুজন সরেন নামে এক ১৬ বছরের কিশোর বাড়ির পেছনে থাকা সেফটিক ট্যাঙ্কে চোলাই মদ তৈরির কাঁচামাল ও সরঞ্জাম বের করতে নেমে পড়ে। বিষাক্ত গ্যাসের কবলে পড়ে ট্যাঙ্কের ভিতর অসুস্থ হয়ে পড়ে ওই কিশোর। তখনই তাকে উদ্ধার করতে নামে তার প্রতিবেশী বদ্যিনাথ হেমব্রম ও বাপি বাস্কে নামে দুই ব্যক্তি। তারাও ওই ট্যাঙ্কের ভিতর অসুস্থ হয়ে পড়ে।

এরপর স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় তিন জনকেই উদ্ধার করে ডেবরা হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। পুলিশ ইতিমধ্যে তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে। দেহ ময়না তদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *