আমাদের ভারত, ৩ জুন: অযোধ্যায় শুরু হলো রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠায় ৩ দিনের অনুষ্ঠান। মঙ্গলবার থেকে শুরু হলো ৩ দিনের এই প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান। যার নাম দেওয়া হয়েছে ‘রাম দরবার’। ৮টি মন্দিরে আট বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা হবে। অনুষ্ঠানে কোনও রাজনৈতিক নেতা এবং ভিআইপি-কে আমন্ত্রণ জানানো হয়নি। শুধু থাকবেন ধর্মগুরুরা। বিতর্ক এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
নির্মাণকাজ শেষের আগেই অযোধ্যায় রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। লোকসভা ভোটের ঠিক আগে, নরেন্দ্র মোদীর হাত ধরে এই বিতর্কিত মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাকে বিরোধীরা বলেছিল পুরোপুরি নির্বাচন কেন্দ্রীক রাজনৈতিক পদক্ষেপ। এবার যেহেতু মন্দিরের নির্মাণকাজ শেষ হয়েছে, তাই নতুন করে প্রাণপ্রতিষ্ঠা হচ্ছে রামলালার।
রামমন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র আগেই জানিয়েছিলেন, নির্মাণকাজ ৫ জুনের মধ্যে শেষ হলেও, মন্দিরের নীচের অংশে ভগবান রামের কাহিনী খোদিত দেয়ালচিত্রগুলি স্থাপন করার কাজ বাকি থাকবে। ৫ জুন প্রাণ প্রতিষ্ঠার এক সপ্তাহ পর, মন্দিরের নবনির্মিত অংশগুলি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।