সাথী দাস, পুরুলিয়া, ১৪ ডিসেম্বর: নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে গিয়ে গুরুতর আহত হলেন ২৫ জন যাত্রী। একটি ম্যাটাডোর ভ্যানকে ওভারটেক করতে গিয়ে উল্টে যায় বাসটি। আজ দুপুরে ঘটনাটি ঘটে বলরামপুর থানার উরমা এলাকায় কুমারী সেতুর কাছে ৩২ নম্বর জাতীয় সড়কে।
স্থানীয় ভাবে জানা গিয়েছে, বাঘমুন্ডি থেকে পুরুলিয়া যাচ্ছিল ওই যাত্রীবাহী বেসরকারি বাসটি। ভ্যানটিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গিয়ে পাশের ঢালু জমিতে পড়ে যায়। ঘটনায় আহত হন প্রায় ২৫ জন যাত্রী।
খবর পেয়ে ছুটে যায় বলরামপুর থানা পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ। আহতদের মধ্যে কয়েক জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও ১২ জন চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক পরিস্থিতি খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য এক জনকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।