আমাদের ভারত, ১৪ ডিসেম্বর: বিশ্বজুড়ে বড়সড় বিপর্যয়ের কবলে গুগলের একাধিক পরিষেবা। ইউটিউব,জিমেইল, গুগল সার্চ,গুগল মিট,গুগল ডকস ক্রাশ করেছে বলে জানা গেছে। গুগলের এই বিপর্যয়ের ফলে ব্যপক অসুবিধায় পড়েছে একাধিক সেক্টর। ঘটনায় বহু মানুষ মুশকিল পড়েছে।
গুগলের এই সমস্যা প্রথমে ইউরোপ ও অষ্ট্রেলিয়ায় দেখা যায়। এরপর একে একে বিশ্বের একাধিক প্রান্তে এই সমস্যা দেখা যেতে শুরু করে। ভারতেও বিকেলের পর থেকে পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে।
ফেসবুক টুইটারে এই সমস্যা দেখা দিলেও গুগলে এর আগে এই সমস্যা দেখা যায়নি। জানা গেছে এই বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ইউটিউব।