আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৪ নভেম্বর: দাঁড়িয়ে থাকা কনটেইনারে যাত্রী বোঝাই বেসরকারি বাসের ধাক্কা, জখম ২৩ জন যাত্রী। দু’জনের অবস্থা আশঙ্কা জনক। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে জলপাইগুড়ির ফাটাপুকুর এলাকার জাতীয় সড়কে। জখমদের মগড়াডাঙি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর জখমদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর জখম বাসের এক যাত্রীকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও অপরজনকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানায়, ফাটাপুকুরের ট্র্যাফিক সিগনালে লাল বাতি দেওয়ার পরেই একটি কনটেইনার চালক হঠাৎ করে গাড়ি দাঁড় করিয়ে দেয়। শিলিগুড়ির দিক থেকে সেই সময় যাত্রী বোঝাই বেসরকারি বাস দ্রুত গতিতে কালচিনির উদ্দেশে যাচ্ছিল। দ্রুত গতিতে কনটেইনারের পিছনে গিয়ে ধাক্কা মারে যাত্রী বোঝাই বাসটি। বাসের যাত্রীরা ছিটকে পড়ে বাসের মধ্যে। কারও হাতে, পায়ে ও মাথায় আঘাত লাগে। স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় রাজগঞ্জ থানা পুলিশ ও ট্র্যাফিক পুলিশ। জখমদের উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে হাসপাতালে পৌঁছোয় স্থানীয় বিধায়ক খগেশ্বর রায়। তিনি জখমদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ জানায়, সাময়িক সময়ের জন্য যান চলাচলে সমস্যা হয়েছিল। পরে তা স্বাভাবিক হয়ে যায়।
বাসের যাত্রী দিলীপ শাহ বলেন, “বাসে যাত্রী ভর্তি ছিল। বাসের গতি অনেকটাই ছিল। বাসটি দাঁড়িয়ে থাকা কনটেইনারে ধাক্কা মারে, আমিও জখম হই। এখন হাসপাতালে এসে চিকিৎসা করালাম।”
স্থানীয় বাসিন্দা জয়দীপ শর্মা বলেন, বিকট শব্দ শুনে ছুটে এসেছি। জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”
স্থানীয় বিধায়ক খগেশ্বর রায় বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। জখম পরিবারকে খবর দিয়েছি।”
ডিএসপি ট্র্যাফিক অরিন্দম পাল চৌধুরী বলেন, “মোট ২৩ জন বাসের জখম হয়েছে বাসের যাত্রী। দুজনের অবস্থা গুরুত্বর একজনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ আরেকজনকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে।”