আমাদের ভারত, হাওড়া, ৬ মার্চ: আজ সকালে হাওড়া জিআরপি ও কলকাতা এসটিএফ তাদের গোপন তথ্য অনুসারে যৌথ উদ্যোগে অভিযান চালায় হাওড়া স্টেশনে। সেখানে ডাউন কাঠগোদাম এক্সপ্রেস থেকে দু’জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালায় তারা। তাদের কাছ থেকে মোট ৮ কেজি ৩৫ গ্রাম চরস উদ্ধার করেন তারা। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা। দ্বিতীয় দু’জনের মধ্যে একজনের বাড়ি বিহারে ও অপরজনের বাড়ি উত্তরপ্রদেশে। এর পেছনে বড় কোনো গ্যাং কাজ করছে বলেই তদন্তকারি অফিসার মনে করছেন। ধৃতদের আজ হাওড়া আদালতে তুলে পুনরায় নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারিরা।