পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: দিন দিন বাড়ছে রাস্তা ঘাটে মোবাইল ফোন চুরির ঘটনা। বিভিন্ন সময় দেখা যায়, বাসে, ট্রেনে বা যাতায়াতের পথে অসতর্কতার কারণে নাগরিকদের মোবাইল ফোন চুরি হয়ে যায়। বর্তমানে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ব্যবহারই বেশি। ফলে দামী মোবাইল চুরি হয়ে গেলে সেই মোবাইল ফোন যাতে ফোনের মালিকরা ফেরত পান, সেই কারণে তারা পুলিশের দ্বারস্থ হন। অধিকাংশ ক্ষেত্রেই মোবাইল ফোন হারিয়ে গেলে গ্রাহকরা বিভিন্ন থানায় গিয়ে মোবাইল ফোনের আইইএম নম্বর সহ যাবতীয় তথ্য দিয়ে ফোন হারানোর অভিযোগ দায়ের করেন। একবার ফোন হারিয়ে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই ফোনের মালিক ফোন ফেরত পাওয়ার আশা ছেড়ে দেন। অনেকেই রুটিন মাফিক ফোন হারানোর অভিযোগ দায়ের করে ফোন ফিরে পাওয়ার আশা ত্যাগ করেন।
তবে এবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ির পুলিশ তদন্তে নেমে প্রায় ১৩টি দামী অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করল। এই ফোনগুলি বেশিরভাগই ভিন রাজ্যে পাচার হয়ে গিয়েছিল। পুলিশ সূত্রের খবর, পাচারকারীরা চুরির ফোন নিজেদের হাতে বেশি দিন রাখে না। তারা চুরি করা ফোন বিভিন্ন এলাকায় অবৈধ উপায়ে বিল ছাড়াই বিক্রি করে দেন। তবে কেশিয়াড়ি থানার পুলিশ এই ফোন উদ্ধারে তদন্ত শুরু করে কেশিয়াড়ি এলাকা থেকে ১৩টি হরিয়ে যাওয়া ফোনের বিষয়ে তদন্তে নেমে সাফল্যের সঙ্গে ১৩টি ফোনই উদ্ধার করল।
Many thanks to the police of Keshiadi police station for recovering the mobile phones.