সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১ এপ্রিল: ১০০ দিনের কাজের টাকা নিয়ে নয়ছয় করার অভিযোগে দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার সুটিয়া পঞ্চায়েত এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, তাদের সই জাল করে সুপারভাইজাররা তাদের প্রাপ্য টাকা তুলে নিয়েছে। তাদের দাবি, ১০০ দিনের কাজের যে প্রাপ্য টাকা, সেটাই তাদের দিতে হবে। এনিয়ে গ্রামবাসীদের বিক্ষোভে সোমবার উত্তেজনা ছড়ায় সুটিয়া পঞ্চায়েত এলাকায়। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম প্রসেনজিৎ ঘোষ ও রূপালী মণ্ডল। সোমবার ধৃতদের তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে।
গাইঘাটার সুটিয়া পঞ্চায়েত এলাকার বাসিন্দারা জানান, তারা একমাস ১০০ দিনের কাজ করেছিলেন। সম্প্রতি টাকা মিলেছে ১০০ দিনের শ্রমিকদের। কিন্তু অভিযোগ, সুপারভাইজার বিভিন্ন অ্যাকাউন্টে বিভিন্ন অঙ্কের টাকা জমা দিয়েছেন। তাদের দাবি, প্রাপ্য টাকা সমহারে বণ্টন করে দিতে হবে। কিন্তু সুপারভাইজার তা দিতে রাজি না হওয়ায় তার বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ করেছেন গ্রামবাসীরা।
গাইঘাটার শিখা বিশ্বাস নামে এক গ্রামবাসী বলেন, “আমরা একমাস কাজ করেছি। এখন সরকার সেই টাকা দিচ্ছে। কারও অ্যাকাউন্টে ১৫০০, কারও অ্যাকাউন্টে ৪০০০ টাকা ঢুকেছে। সুপারভাইজার ডলি বিশ্বাসকে বলেছিলাম, কাজ বাবদ সবার যে টাকা প্রাপ্য, সেই টাকা যেন উনি এসে আমাদের সবাইকে ভাগ করে দেন। কিন্তু তিনি আসেনওনি, টাকাও দেননি। সেটাই আমাদের রাগের বিষয়। ওরা গ্রেফতার হোক আর যাই হোক, আমাদের দাবি, সেই টাকা যেন আমরা পাই।”
এই ঘটনার প্রতিবাদে নেমেছে বিজেপি। বনগাঁ পুলিশ সূত্রে খবর, ধৃত প্রসেনজিৎ ঘোষ ও রূপালী মণ্ডল নাকি সই জাল করে আর্থিক নয়ছয় করেছেন। দু’জনেই গাইঘাটার বাসিন্দা। অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করে বনগাঁ আদালতে তোলা হয়।