আমাদের ভারত, কোচি, কেরল, ৩ জানুয়ারি: ২০১৯-এ কেরলের পেরিয়ায় কংগ্রেসের দুই যুবনেতা খুনের ঘটনায় অবশেষে সাজা ঘোষণা করল আদালত। শুক্রবার এই মামলায় দোষী সাব্যস্ত ১৪ জন অপরাধীর মধ্যে ১০ জনকে দু’বারের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি এই মামলায় দোষী প্রাক্তন সিপিএম বিধায়ক-সহ ৪ জনকে ৫ বছরের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে ২৪ জনকে গ্রেফতার করেছিল সিবিআই। ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই। ৫ বছর ধরে বিচারপর্ব চলার পর শনিবার এই হত্যাকাণ্ডে ২৪ জন অভিযুক্তের মধ্যে ১০ জনকে খুন, প্রমাণ লোপাট ও ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছিল। শুক্রবার তাদের দু’বারের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। দু’জনকে যাবজ্জীবনের পাশাপাশি তথ্য প্রমাণ লোপাটের অপরাধে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া সিপিএমের এক প্রাক্তন বিধায়ক-সহ ৪ সিপিএম নেতাকে ৫ বছরের সাজা ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এই অপরাধীরা হত্যাকাণ্ডের পর প্রভাব খাটিয়ে অপরাধীদের পুলিশ হেফাজত থেকে মুক্ত করেছিল।