পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩০ অক্টোবর: কোলাঘাট থানার অন্তর্গত দেউলিয়া-খন্যাডিহি পিচ রাস্তায় কুমারহাট গ্রামের শিব-শীতলা মন্দির প্রাঙ্গনে আজ সকালে একটি বোলেরো গাড়ির ধাক্কায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো যোগীবেড় গ্রামের বাসিন্দা ভীম ভৌমিকের। বয়স ৭০ বছর। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। ওই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
দেউলিয়া-খন্যাডিহি রাস্তা উন্নয়ন সংগ্রাম কমিটির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, কোলাঘাট ব্লকের গুরুত্বপূর্ণ ঐ রাস্তাটি খুব সরু এবং রাস্তার পাশে ফুটপাত না থাকায় জনসাধারণের যাতায়াত বিপজ্জনক হয়ে উঠেছে। পার্শ্ববর্তী প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনার পুলশিটা-রায়চক রাস্তাটি দীর্ঘদিন চলাচলের অযোগ্য হওয়ায় এই রাস্তায় ভিড় বাড়ছে। প্রতিদিন ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে। প্রায়শই ছোট বড় দুর্ঘটনা লেগেই থাকছে। অবিলম্বে রাস্তাটি সম্প্রসারণ এবং চওড়া ফুটপাত নির্মাণ করার দাবি জানিয়ে আজ পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের নিকট স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। পাশাপাশি ওই রাস্তায় ভিড় কমানোর জন্য পার্শ্ববর্তী পুলশিটার নবারুণ কে জি স্কুল থেকে রায়চক পর্যন্ত অকেজো রাস্তাটি পুনর্নির্মাণের দাবিও জানানো হয়েছে পঞ্চায়েত ও গ্রাম দপ্তরের আধিকারিকের কাছে।