আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৪ মে: লোকসভা নির্বাচনের আগে বড়সড় সাফল্য পেল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত খড়দা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে প্রচুর অস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো খড়দা থানার পুলিশ। সূত্রের খবর অনুযায়ী, আইপিএল বেটিং’য়ে টাকা লাগিয়ে সেই টাকা হেরে গিয়ে পরবর্তীতে টাকা উদ্ধারের জন্য এক ব্যবসায়ীর কাছে তোলা চায় ধৃত দুষ্কৃতী, কিন্তু সেই টাকা না পেয়ে ওই ব্যবসায়ীকে ভয় দেখাতে গুলি চালায় ওই দুষ্কৃতী ও তার সঙ্গীরা। সেই ঘটনার তদন্তে নেমে টিটাগড়ের বাসিন্দা ওয়াসিম আক্রম ওরফে আফ্রোজকে গ্রেফতার করেছে।
গত ৭ মে খড়দহ থানার অন্তর্গত টিটাগড় পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিবেকনগরে পাপ্পু রাইস মিলের গেটে বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটেছিল। সেই ঘটনার তদন্তে নেমে খড়দহ থানার পুলিশ ওয়াসিমকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে পুলিশ চারটি ৭ এমএম পিস্তল এবং ১৮ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করেছে।
মঙ্গলবার দুপুরে ঘোলার ডিসিপি সেন্ট্রালের অফিসে এক সাংবাদিক সম্মেলনে ডিসিপি সেন্ট্রাল শানোয়ানে কুলদীপ সুরেশ জানান, আফ্রোজকে পাকড়াও করা গেলেও এখনও অধরা বিহারের দুই দুষ্কৃতী। তাদের খোঁজে জোরদার তল্লাশি চালানো হচ্ছে।