সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৪ মে: এই বছরেই ভাইপোকে জেলে পাঠাবো আর পিসিকে প্রাক্তন বানানোর হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ বাঁকুড়ার তালডাংরায় বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকারের সমর্থনে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের কড়া সমালোচনা করে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, কে বলেছে ২৬শে বিধানসভার ভোট। আমি বলছি ততদিন অপেক্ষা করতে হবে না এই বছরই দেখুন ভাইপোকে জেলে পাঠাবো, পিসিকে প্রাক্তন বানাবো।
আদিবাসী অধ্যূষিত বাঁকুড়ার জঙ্গলমহলে দাঁড়িয়ে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নির্বাচনের প্রসঙ্গ তুলে তৃণমূলের ভূমিকার উল্লেখ করে বলেন, এরা আদিবাসী জনজাতিদের মর্যাদা দেয় না, অবহেলা করে। তাই আদিবাসী জনজাতি বিরোধী তৃণমূলকে বর্জন করার আহ্বান জানিয়ে বলেন, এই নির্বাচনে তার জবাব দিতে হবে। সম্প্রতি ইমাম অ্যাসোসিয়েশনের এক সিদ্ধান্তের কথা তুলে ধরে তিনি বলেন, মুসলমানদের তৃণমূলকে ভোট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রেজিনগরের এক তৃণমূল নেতার হুমকি, হিন্দুদের ভাগীরথীর জলে মেরে ভাসিয়ে দেব। এর প্রতিকার করবেন না? এর বদলা নেবেন না? বলে তিনি উপস্থিত বিশাল জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন।
এদিন রেশন প্রসঙ্গ তুলে তিনি বলেন, কেন্দ্রের মোদীজী বিনামূল্যে রেশন দিচ্ছেন আর এখানে চোরামূলের লোক বলছে তৃণমূল সরকার দিচ্ছে।ঘরে ঘরে পাইপ লাইনে জলের জন্য টাকা বরাদ্দ করলেও সেই টাকা হজম করে ফেলেছে। রাজ্যে চল্লিশ লক্ষ আবাস যোজনায় বাড়ির টাকা দিয়েছে। তিনি বলেন, বিকশিত ভারতের জন্য, ভারতকে বিশ্বগুরুর মর্যাদা পেতে এবারও মোদীজীকে প্রধানমন্ত্রী বানাতে হবে। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকারের মত নির্ভীক, সদালাপী, সৎ, বিনয়ী ব্যক্তিকে ভোট দিয়ে পুননির্বাচিত করার আহ্বান জানিয়ে তিনি এই কেন্দ্রে তৃণমূল প্রার্থীর নাম উল্লেখ না করে তাকে কয়লা চক্রবর্তী বলে উল্লেখ করে বলেন, তৃণমূল ক্ষমতায় আসার পর বাঁকুড়ায় যত অপকর্ম হয়েছে তার মূল নায়ক এই কয়লা চক্রবর্তী। এখন তৃণমূলের লোকেরা দরজায় টোকা মারছে, ভুলেও দরজা খুলবেন না। জানেন তো, এদের পিঠে খাওয়ার অভ্যাস আছে।কাজেই সাবধান। ভুলেও দরজা খুলবেন না। জানালা দিয়ে কথা বলুন।
জনতার উদ্দেশ্যে তিনি বলেন, মনে আছে যশস্বী
প্রধানমন্ত্রীর কথা, তিনি বলেছেন, আগে ভোটদান পরে জলপান। কাজেই ২৫ তারিখে সকাল সকাল ভোট দিয়ে নিজের কর্তব্য পালন করুন।