Arjun, Bjp ব্যারাকপুরে ৪২০ নিয়ে নির্বাচনী বাকযুদ্ধ

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৪ মে: বাকি আর মাত্র দু’সপ্তাহ, তারপরেই ব্যারাকপুর কেন্দ্রে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। আর তার আগে ক্রমশ বাড়ছে ব্যারাকপুরের প্রার্থী ও দলীয় নেতা মন্ত্রীদের বাক যুদ্ধ। রবিবার বিজেপি প্রার্থী অর্জুন সিং এর হয়ে প্রচার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরের দিন পলতায় তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের হয়ে জন সভা করেন মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রধানমন্ত্রী ব্যারাকপুরে জনসভা করে ৫টা গ্যারান্টি বাঙলাকে দিয়ে গেছেন। আর সেই গ্যারান্টির কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান মন্ত্রীর গ্যারান্টি 420 বলে কটাক্ষ করে যান। এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং।

এদিন মুখ্যমন্ত্রী সি এ এ হতে দেবেন না বলেও জনসভায় প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রীর গ্যারান্টিকে কটাক্ষ করায় বিজেপি প্রার্থী অর্জুন সিং পাল্টা দাবি করে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’কে সবাই ৪২০ বলে ডাকে। উনি নিজে আজ পর্যন্ত ক’টা কথা দিয়ে কথা রেখেছেন। উনি বাংলার মানুষকে শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা, চাকরি কিছু কি দিতে পেরেছেন? কিছুই দিতে পারেননি বঙ্গবাসীকে। ওরা শুধু চুরি করেছে, আর সব চুরিতে ওনার নিজের পরিবারের লোককে পাওয়া যাবে। আর দেশে সিএএ আইন পাশ হয়ে গেছে যখন মোদী জি বলে দিয়েছেন তখন সেটা হবেই কেউ আটকাতে পারবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *