আমাদের ভারত, ২৪ জুন: জাহির ইকবাল আর সোনাক্ষী সিনহার বিয়ের প্রসঙ্গে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে সায় দিলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।
সোমবার তসলিমা সামাজিক মাধ্যমে লিখেছেন, “জাহির ইকবাল আর সোনাক্ষী সিনহার বিয়ে হলো স্পেশাল ম্যারেজ অ্যাক্টে। যার যার ধর্ম তার তার থাকছে। বিয়ের কারণে কারও ধর্মবিশ্বাস পরিবর্তন করতে হয়নি। জাহির তার নামাজ রোজা, আদৌ যদি তার ইচ্ছে হয় করতে, করবে। আর সোনাক্ষীর যদি পুজো করতে ইচ্ছে হয় করবে। হ্যাঁ একই বাড়িতে। কেউ কাউকে বাধা দেবে না। শাহরুখ খানের বাড়িতে তো এমনই হয়। মধুর যে কোনও সম্পর্কে ধর্ম হয়ে ওঠে তুচ্ছ ব্যাপার।
হিন্দু মুসলমানে বিয়ে হলে হিন্দুই ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়। খ্রিস্টান মুসলমানে বিয়ে হলে খ্রিস্টানই ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়। বিয়ের কারণে কোনও মুসলমানকে ধর্ম বদলাতে হয় না। অথচ মুসলমানের সঙ্গে বিয়ে হলে সব অমুসলিমকে নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়। এইসব ঝামেলায় না গিয়ে সবচেয়ে ভাল স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করা।
যে মানুষ তার প্রেমিক বা প্রেমিকাকে ধর্ম বদলাবার জন্য চাপ দেয়, তাকে বিয়ে না করাই ভাল। কারণ সে মানুষের চেয়ে ধর্মকে বেশি ভালবাসে, তাছাড়াও নিজের ধর্মকে সব ধর্মের ওপরে রাখে। এই মেগালোম্যানিয়া সম্পর্কের জন্য ক্ষতিকর।”
এই পোস্ট করার ১২ মিনিটের মধ্যে বেলা সাড়ে ১২টায় লাইক, মন্তব্য ও শেয়ার হয়েছে যথাক্রমে ৭৬৮, ৮ ও ২৩। দ্রুত বেড়ে চলেছে এই তিন সংখ্যা।