আমাদের ভারত, হাওড়া, ১৪ জুলাই: শহিদ স্মরণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ২১ জুলাই ‘ধর্মতলা চলো’র প্রচারে দক্ষিণ হাওড়ায় বাড়ি বাড়ি প্রচার যুব তৃণমূলের। রবিবার ছুটির সকালে সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে আমন্ত্রণ জানানো হয় ধর্মতলা যাওয়ার জন্য। তাদের কাছে তুলে ধরা হয় তৎকালীন শাসক বামফ্রন্টের বিরুদ্ধে নেত্রীর লড়াই ও সংগ্রামের ইতিহাস।
পাশাপাশি বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জনমুখী প্রকল্পের উন্নয়নের পরিষেবা পেয়ে মানুষ ঠিক কতটা উপকৃত হয়েছেন তার খোঁজ নিয়ে তাদের হাতে সমস্ত প্রকল্পের একটি করে প্রতিলিপি হাতে তুলে দেওয়া হয়। এদিনের জনসংযোগ কর্মসূচিতে ছিলেন দক্ষিণ হাওড়া কেন্দ্রের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রিতম দাস ও যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা।