পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ জুলাই: আগামী ২১ জুলাই ধর্মতলায় শহিদ সমাবেশের সমর্থনে বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল ময়দান থেকে মিছিল বের করে তৃণমূল যুব কংগ্রেসের নেতা কর্মীরা। প্রায় ৭ কিলোমিটার এলাকা ঘুরে এই মিছিল গিয়ে শেষ হয় বিদ্যাসাগর হলে।
মিছিলে নেতৃত্ব দেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, প্রাক্তন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, মেদিনীপুর সংগঠনিক যুব তৃণমূল সভাপতি নির্মাল্য চক্রবর্তী। এছাড়াও কয়েক হাজার যুব কর্মী সমর্থক এই মিছিলে অংশ নেন।