পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ মে: গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে পথ চলতি সাধারণ মানুষের কথা মাথায় রেখে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ধাদিকাতে ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে জলছত্রের আয়োজন করলো যুব তৃণমূল কর্মী সমর্থকরা।
প্রথম দিন অর্থাৎ মঙ্গলবার এই জলছত্রে উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা উত্তরা সিংহ হাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভজিৎ বাগ, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ কাপরী, অসীম সিংহ সহ অন্যান্য তৃণমূল ও যুব তৃণমূল কর্মী সমর্থকরা।