করোনা সতর্কীকরণ, উত্তর দিনাজপুরে হ্যান্ডওয়াশ ও মাস্ক বিতরণ জেলা যুব তৃণমূলের

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৭ মার্চ: করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এবং সতর্কীকরণ ব্যাবস্থা গ্রহণ করার উদ্দেশ্যে হ্যান্ডওয়াশ ও মাস্ক বিতরণ শুরু করল উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস। জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম পালের নেতৃত্বে মঙ্গলবার রায়গঞ্জ শহরে সাধারণ মানুষের হাতে হ্যান্ডওয়াশের লিকুইড বোতল এবং মুখ ঢেকে চলাফেরা করার জন্য মাস্ক বিতরণ করল তৃণমূল যুব কর্মীরা। আগামী কয়েকদিন ধরে জেলাজুড়ে মাস্ক ও লিকুইড হ্যান্ডওয়াশ বিতরণ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি গৌতম পাল।

তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূল কংগ্রেস কর্মীরা সর্বদা সাধারণ মানুষের পাশে থাকে এবং মানুষের যেকোনও ধরনের সমস্যায় পাশে দাঁড়ায় তার আবারও নিদর্শন দেখা গেল উত্তর দিনাজপুর জেলায়। রাজ্যে এখনও করোনা ভাইরাসে আক্রান্তের খবর না পাওয়া গেলেও সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বেশকিছু সতর্কতামূলক ব্যাবস্থা গ্রহণ করেছেন। এবার তার দলের সৈনিকেরাও তাঁর নির্দেশেই করোনা ভাইরাস মোকাবিলায় মাঠে নেমে পড়েছেন। সাধারণ মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে ঝাঁপিয়ে পড়েছে উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা। সাধারণ মানুষকে সতর্কীকরণ করার পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে লিকুইডহ্যান্ড ওয়াশের বোতল এবং মাস্ক। মানুষ যাতে সর্বদা হ্যান্ডওয়াশ ব্যাবহার করে নিজেদের জীবানুমুক্ত করেন এবং যাতে এই ভাইরাস নাক ও মুখ দিয়ে শরীরে প্রবেশ করতে না পারে সেইজন্য মাস্ক ব্যাবহারের পরামর্শ দেন দেন তৃণমূল যুব কর্মীরা। তৃণমূল যুব কর্মীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলার সাধারন মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *