আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৩ ডিসেম্বর: নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবকের দশ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালতের বিশেষ পকসো কোর্ট।
২০১৬ সালের ১০মে আলিপুরদুয়ারের বাসিন্দা নাবালিকার পরিবার থানায় অভিযোগ জানায়। অভিযোগে উল্লেখ করা হয়, দু:সম্পর্কের এক আত্মীয় নাবালিকাকে ধর্ষণ করেছে। পরিবারের দাবি, নাবালিকার পেটে ব্যাথা হয়। এরপর আলিপুরদুয়ার হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে ঘটনা প্রকাশ্যে আসে। থানায় অভিযোগের পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। তখন থেকে অভিযুক্ত জেল হেফাজতে রয়েছে।
সোমবার জেলা আদালতের বিশেষ পকসো আদালতের বিচারক রিন্টু সুর দুই পক্ষের সওয়াল জবাব শুনে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন বলে জানালেন সহকারি সরকারি আইনজীবী দেবাশিস দত্ত। তিনি বলেন, “এই মামলায় মোট ৮ জন সাক্ষী ছিল। অভিযুক্তের দশ বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। অন্যদিকে নাবালিকাকে লিগাল সার্ভিস অথরিটি থেকে চার লক্ষ টাকা দিতে করতে বলা হয়েছে।”