আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৩ ডিসেম্বর: জলপাইগুড়ির দিনবাজারে পুরসভার রাস্তা দখল করে চলছে ব্যবসা। বার বার সর্তক করার পরেও ব্যবসায়ীরা দোকান সরিয়ে নিচ্ছেন না। সোমবার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে নামলো পুর কর্তৃপক্ষ। ভেঙ্গে দেওয়া হলো একাধিক দোকানের সামনের অংশ।
পুরসভার দাবি, দোকান রয়েছে ভিতরে। ওই দোকানের সামনে পুরসভার রাস্তা কিংবা জায়গা দখল করে দোকানের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এর জেরে রাস্তা সংকীর্ণ হচ্ছে, যাতায়াতে সমস্যা হচ্ছে সকলের। বাজারের ভিতরে পেভার ব্লকের রাস্তা করা হবে পুরসভার তরফে। এ ছাড়া মাছ বাজারে টিনের শেড করা হবে সকলের সুবিধার্থে।
এদিনের অভিযানে পুরসভার নজরে পড়ে এ রাজ্যের বাসিন্দা না, নেই আধার কার্ড, নেই ভোটার কার্ড, কিন্তু শহরের রাস্তা দখল করে রীতিমতো ব্যবসা করে যাচ্ছেন। এরা কারা? কোথা থেকে এসেছে? পুরসভার তরফে এই ধরণের ব্যবসায়ীদেত চিহ্নিত করা হবে জানালেন পুরসভার উপ পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়।
এদিন পুরপ্রধান পাপিয়া পাল বলেন, “বার বার বলা হচ্ছে ব্যবসায়ীদের রাস্তায় মধ্যে দোকানের সামগ্রী রাখা যাবে না। কিন্তু তার পরেও রাস্তার মধ্যে দোকানের সামগ্রী রেখে গুদাম করা হচ্ছে। এদিন তা ভেঙ্গে দেওয়া হয়। কিছুদিনের মধ্যে নতুন করে পেভার ব্লকের রাস্তা করা হবে, এই কারণে এদিনের অভিযান।”