আমাদের ভারত, নরেন্দ্রপুর, ১১ মার্চ: ছুরি বিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার নরেন্দ্রপুর থানার অন্তর্গত খুদিরাবাদ এলাকায়। নিহতের নাম বাবু হালদার(১৯)। এই ঘটনায় আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত মিহির মজুমদার বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করে। এই ঘটনায় জড়িত সন্দেহে এখনো পর্যন্ত পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বাবু হালদারের সাথে স্থানীয় এক কিশোরীর বেশ কিছুদিন ধরে প্রেম ভালবাসার সম্পর্ক গড়ে উঠেছিল। বিষয়টি দুই পরিবারের সদস্যরাও জানতো। ঐ কিশোরী বাবুর বাড়িতে যাতায়াত করতো। এই দুজনের বিয়ে নিয়েও দুই পরিবারের মধ্যে আলোচনা চলছিল। বাবুর সাথে প্রেমের সম্পর্কের কথা স্বীকারও করেছে ঐ কিশোরী। তবে কি কারণে তাকে খুন করা হল সে বিষয়ে কিছুই বুঝতে পারছে না সে।
মঙ্গলবার রাত ন’টা নাগাদ এলাকায় চিৎকার চেঁচামেচি শুনে মানুষজন বেড়িয়ে এসে দেখেন দুই যুবক ছুরিবিদ্ধ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তাদের উদ্ধার করে আরও কয়েকজন নিয়ে যাওয়ার চেষ্টা করছে। স্থানীয়রাই নরেন্দ্রপুর থানায় খবর দিলে পুলিশ আসে ঘটনাস্থলে। এই ঘটনার পিছনে ত্রিকোন প্রেম সংক্রান্ত কোনও কারন আছে কি না সেটা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর থেকেই এলাকার সাধারণ মানুষ যথেষ্ট আতঙ্কিত। এই এলাকায় এই ধরণের কোনও ঘটনা আগে ঘটেনি বলে দাবি স্থানীয়দের।