নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৭ নভেম্বর : দলের রাজ্য সদর দফতরে হামলায় হওয়ায় পথে নামল যুবকংগ্রেস। রবিবার সকালে বিজেপি যুবমোর্চার কর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। পরে দুপুরে পার্কসার্কাসে সেভেন পয়েন্টে ফের বিক্ষোভ দেখান।
গতকাল শনিবার বিজেপির যুব মোর্চার কর্মীরা বিধানভবনে হামলা করে বলে অভিযোগ কংগ্রেসের। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর ছবিতে কালি লেপার অভিযোগ ওঠে যুবমোর্চার কর্মীদের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের এমন অসৌজন্যতার রাজনীতি নিয়ে আজ আন্দোলনে নেমেছেন যুবকংগ্রেস কর্মীরা। সকালে উত্তর কলকাতার শ্যামবাজারেও যুব কংগ্রেস কর্মীরা পথে নামেন। যুবকংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় জানান, শনিবার বিজেপি কর্মীরা বিধানভবনে বিধানচন্দ্র রায়ের মূর্তি ভেঙ্গেছে। যুবমোর্চার কর্মীদের হাতে আক্রান্ত হয়ে একজন কংগ্রেস কর্মী হাসপাতালে ভর্তি হয়েছে বলে দাবি করেন তিনি। বিজেপি কর্মীদের এমন অসৌজন্যতার রাজনীতির জন্য রাজ্যজুড়ে আন্দোলেনে নেমেছে যুবকংগ্রেস।